প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০০:০০
এটি ২৫০ শয্যার চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের বর্তমান চিত্র। যেখানে ক’দিন আগেও সিট পূর্ণ হয়ে মেঝেতেও রোগী ভরপুর ছিলো। সেই করোনা ওয়ার্ডে এখন রোগী নেই বললেই চলে। হাসপাতালে প্রবেশমুখে রোগী ও রোগীর স্বজনদের কোনো ভিড় নেই। গতকাল দুপুরে তৃতীয়তলায় করোনা ওয়ার্ডে গিয়ে ৬ জন রোগী ছাড়া অন্য বেডগুলো খালি দেখা গেলো। নিচতলায় অক্সিজেন সিলিন্ডার রিফিল করার রুমের সামনে সিলিন্ডারগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। যা ছবিতে দৃশ্যমান। ছবি ও প্রতিবেদন : বাদল মজুমদার।