প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আজ গল্লাকে বিনামূল্যে চিকিৎসা দিবেন ডাঃ তানভীর
ফরিদগঞ্জের গল্লাক উচ্চ বিদ্যালয়ে ২৪ ফেব্রুয়ারি শনিবার বিনামূল্যে অর্থোপেডিক্স ও ট্রমা ক্যাম্প অনুষ্ঠিত হবে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র মরহুম মুক্তিযোদ্ধা আলহাজ্ব তাফাজ্জল হায়দার নসু চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দরিদ্র, অসহায় ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করা হবে।
জানা গেছে, আজ ২৪ ফেব্রুয়ারি শনিবার গল্লাক উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত অর্থোপেডিক্স ও ট্রমা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দিবেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ এবং মরহুম মুক্তিযোদ্ধা তাফাজ্জল হায়দার নসু চৌধুরীর সুযোগ্য সন্তান ডাঃ তানভির হায়দার চৌধুরী।