মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

স্টাফ রিপোর্টার ॥
মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ ১০৭নং মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ১০৭নং মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।

মধ্য ইচলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ভূঁইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোসাম্মৎ আয়েশা আক্তার।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মজিবুর রহমান, পৌরসভার ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আয়েশা রহমান, পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলরের সহধর্মিণী সাইদুর নাহার স্বর্ণা, পৌর ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও চাঁদপুর বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান খান, অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য লায়ন শেখ রফিক, ডিএন হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ ওসমান গনি, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর বেপারী, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম গাজী প্রমুখ।

বক্তারা বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতির চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

এছাড়াও এলাকার বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড় ও যেমন খুশি তেমন সাজো।

সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান, ফ্যাশন শোসহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার এবং সকল শিক্ষার্থীকে সান্ত¡না পুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়