প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গোপনে করার অভিযোগ
ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসারা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গোপনে সম্পন্ন করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের অভিভাবক জনৈক অহিদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন ।
অভিযোগে প্রকাশ, গত ১৯ ফেব্রুয়ারি বাসারা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব সাহা। অথচ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচনী তফসিল ঘোষণা ও প্রদর্শন, ভোটার তালিকা নোটিস বোর্ডে প্রদর্শন করা, শ্রেণী কক্ষে ছাত্র-ছাত্রীদের অবগত করার কথা ছিল। অথচ প্রধান শিক্ষক এসবের কিছুই না করে সম্পূর্ণ গোপনে, অগণতান্ত্রিক, নিয়ম বহির্ভূতভাবে কমিটি গঠন করে কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রেরণ করেন। বিষয়টি এলাকাবাসী ও স্কুলের নিয়মিত অভিভাবকগণ কিছুই জানেন না।
লিখিত অভিযোগকারী অহিদুল ইসলামসহ অভিভাবক আবুল কাশেম, ওয়াহিদ ও খোকন জানান, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের বিষয়ে আমরা কিছুই জানি না। প্রধান শিক্ষক যাদব সাহা কতিপয় লোকজনের যোগসাজশে গোপনে গত ১৯ ফেব্রুয়ারি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করেন। তিনি তফসিল ঘোষণার বিষয়টি গোপন রেখে পছন্দের ব্যক্তিদের নির্বাচিত করেন। তাই বাধ্য হয়ে লিখিত অভিযোগ করেছি।
বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল কালাম জানান, বিদ্যালয়ের পাশেই আমার ঘর, কিন্তু এ বিষয়ে আমিও কোনো কিছু জানি না। তারা তাদের খামখেয়ালি মতো কমিটি গঠন করেছেন।
বিদ্যালয়ের নৈশ প্রহরী সম্রাট বলেন, এ নির্বাচনের বিষয়ে আমি কিছুই জানি না। তবে গত সপ্তাহে কমিটি গঠন করা হয়েছে শুনেছি। বিদ্যালয়ের অফিস সহকারী আমির হোসেন বলেন, আমি ভোটার তালিকা তৈরি করেছি। কমিটির বিষয়ে যাবতীয় কাজ প্রধান শিক্ষক করেছেন।
সাবেক সভাপতি মহিউদ্দিন খোকা মুঠোফোনে সংবাদকর্মীদের জানান, কমিটি গঠনের দিন আমি উপস্থিত ছিলাম না, অভিভাবকরা আমাকে পছন্দ করে সিলেকশন করেছেন। প্রধান শিক্ষক যাদব সাহা বলেন, যথাযথ নিয়ম মেনেই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডল বলেন, এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।