প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে চাঁদপুর জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ ফেব্রুযারি বাদ আসর চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মীর আনোয়ার হোসেন বাচ্চু। তাঁতীদল চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক আলী আহমেদ সরকারের সভাপতিত্বে ও ১নং যুগ্ম আহ্বায়ক হাজী মজিবুর রহমান লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক শফিক পাটওয়ারী, আনোয়ার ছৈয়াল, মুনির প্রধানিয়া, ছলেমান প্রধানিয়া, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আঃ রহমান বেপারী, নার্গিস খান, সদর থানা তাঁতীদলের আহ্বায়ক শাহজালাল দেওয়ান, সদস্য সচিব এ আর আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ সোহেল মাঝি, পৌর তাঁতীদলের সভাপতি মফিজ মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক মোঃ মোখলেছ, মতল উত্তর উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।
এ সময় জেলা তাঁতীদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বেগম জামে মসজিদের মুয়াজ্জিন মাওঃ মোঃ সাব্বির।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী তাঁতীদল। দলের আন্দোলন-সংগ্রামে এ সংগঠনের প্রতিটি নেতা-কর্মী মামলা-হামলা জেল-জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেও গণতন্ত্রের লড়াইয়ের কাজ করে যাচ্ছেন। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে তাঁতীদল চাঁদপুরে অনেক শক্তিশালী এবং তাঁবেদারি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে আছে এবং থাকবে।