মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইফার আলোচনা ও মিলাদ মাহফিল

পৃথিবীতে মানুষ যতো ভাষাতেই কথা বলে সবই আল্লাহর কুদরত

-------------------মোস্তাফিজুর রহমান

স্টাফ রিপোর্টার ॥
পৃথিবীতে মানুষ যতো ভাষাতেই কথা বলে সবই আল্লাহর কুদরত

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) জেলা কার্যালয়ের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় ইফার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীর সকল ভাষাই আল্লাহতা'লার বিশেষ দান ও অসাধারণ নেয়ামত। কুরআন মাজীদে আল্লাহতা'লা ইরশাদ করেন, আল্লাহতা'লা সৃষ্টি করেছেন মানুষ, তাদের শিখিয়েছেন ভাষা। পৃথিবীতে মানুষ যতো ভাষাতেই কথা বলে সবই আল্লাহর কুদরত। মানুষ হিসেবে আমরা একে অপরের সাথে কথা বলি এটা আল্লাহর নেয়ামত। আর এ ভাষা নিয়েই ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয়েছিলো। সেদিন 'রাষ্ট্রভাষা বাংলা চাই' এ দাবি নিয়ে রাজপথে রক্ত ঝরেছিলো। আজ বিশ্বে বাংলা ভাষা শিখতে চর্চা করা হচ্ছে। এটা বাঙালি জাতির গৌরব। তিনি আরো বলেন, এ বাংলা ভাষার জন্যে ১৯৪৭-এ পাকিস্তান প্রতিষ্ঠা হলে মুসলমান ও আলেমণ্ডউলামাগণ এদিকে নজর দিতে শুরু করেন। ফলে বাংলা ভাষা যখন উদার আলেমণ্ডউলামা ও মুসলমানদের পরশ পেয়ে মাত্র ঘুরে দাঁড়াতে শুরু করে, তখনই পাকিস্তানের নির্বোধ শাসকদের মাথায় চাপে একের ভাষা অপরের ওপর চাপিয়ে দেয়ার। তখনই গর্জে উঠে বাংলার দামাল ছেলেরা। ঢাকার রাজপথ লাল হয় যুবকদের তপ্ত রক্তে। বাতাসে ঢেউ উঠে প্রতিবাদের। চারদিকে ছড়িয়ে পড়ে আন্দোলনের বহ্নিশিখা। এই আন্দোলনে সচেতন অন্য সকলের মতো আলেম সমাজও অংশগ্রহণ করেন এবং দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করেছেন।

ইফার উপ-পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওঃ আব্দুস সালাম, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাওন পাটওয়ারী প্রমুখ। দোয়া মোনাজাত করেন জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুল হাছান। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ মোঃ নেছার উদ্দিন ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবেশন করেন মাওঃ এম এ খালেক। উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পের শিক্ষকবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়