প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ০০:০০
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল ইসলাম ফারুকী হত্যার বিচার বিলম্বের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখা। মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ রিয়াজুল করিম বাছিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম ফরাজী, সহ-সভাপতি রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক নুরুন্নবী মিয়াজী, সদর উপজেলা সভাপতি মোঃ নিশাথ প্রমুখ।
বক্তারা বলেন, আল্লামা নূরুল ইসলাম ফারুকীকে মতাদর্শগত বিরোধের জেরে ২০১৪ সালে ২৭ আগস্ট ঢাকার পূর্ব রাজাবাজারস্থ নিজবাসায় গলাকেটে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকা-ের কারণ হিসেবে দেশে সকল নিরাপত্তা বিশ্লেষক ও মিডিয়ার কাছে মতাদর্শগত বিরোধ প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছিল। ঠিক সেই সময় প্রকৃত ঘটনাকে আড়াল করতে শহীদ ফারুকীর সেজো ছেলে ফয়সাল ফারুকীকে বাদী করে ডাকাতির মামলা সাজানো হয়। পরবর্তীতে সেই মামলার প্রতি অনাস্থা প্রকাশ করে ২ সেপ্টেম্বর ঢাকার চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ৩৩নং আদালতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের তৎকালীন সাধারণ সম্পাদক ইমরান হুসাইন তুষার বাদী হয়ে আল্লামা ফারুকীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ধারাবাহিক ষড়যন্ত্রকারী জামায়াত ও উগ্র সালাফী মতাদর্শে বিশ্বাসী ৬ জনকে বিবাদী করে কমপ্লেইন পিটিশন (সিআর মামলা নং ৩৮) দায়ের করেন। তৎকালীন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান শেরেবাংলা নগরে মামলার সাথে সংযুক্ত করে এই মামলার তদন্তের জন্য নির্দেশনা প্রদান করলেও আজ অবধি মামলায় কোনো গতি পায়নি। ডিবির তৎকালীন তদন্ত কর্মকর্তা জুলহাস আখন্দের বিরুদ্ধে উগ্র সালাফী মতাদর্শে বিশ্বাসী পিস টিভির আলোচক মুজাফফর বিন মহসিন (যিনি প্রকাশ্য আল্লামা ফারুকীকে হত্যার হুমকি দিয়েছিল)-এর সাথে যোগসাজসের অভিযোগটি সামনে আসে। পরবর্তীতে মামলাটি সিআইডিতে স্থানান্তর হয়। সিআইডির তদন্ত কর্মকর্তা কয়েকবার বাদীর বক্তব্য গ্রহণ করলেও সেই অনুসারে পদক্ষেপ না নিয়ে বরং মাস্টার মাইন্ডকে আড়াল করেই অন্য মামলার আসামী কতিপয় জঙ্গীর নাম দিয়ে চার্জশিট দাখিলের অপচেষ্টা করা হচ্ছে। এমনকি এই হত্যাকা-ের চাক্ষুস সাক্ষীদের কাছ থেকে শনাক্তকরণসহ বক্তব্য গ্রহণের কোনো পদক্ষেপও নজরে পড়েনি।