প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম স্মরণসভা নজরুল গবেষণা পরিষদ, চাঁদপুর কর্তৃক ১২ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ (২৭ আগস্ট ২০২১) রোজ শুক্রবার বেলা ৪টায় চাঁদপুর সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) মোঃ সাইদুজ্জামান। আলোচক থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও নজরুল গবেষক ফতেহ উল বারী রাজা । বর্তমান করোনা মহামারীর কারণে স্বল্প পরিসরে ও সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে এ স্মরণসভা আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ২৯ আগস্ট ১৯৭৬ সাল, ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। নজরুল ইন্সটিটিউট, ঢাকার সাথে পরামর্শক্রমে বর্ষপুঞ্জের পরিক্রমার কারণে মৃত্যু দিবসটি ২৯ আগস্ট হলেও এবার ১৪২৮ বঙ্গাব্দের ১২ ভাদ্র, ২৭ আগস্ট ২০২১ কবির ৪৫তম মৃত্যুবার্ষিকীর ‘স্মরণ সভা’ পালনের উদ্যোগ নেয় চাঁদপুর নজরুল গবেষণা পরিষদ।
এ স্মরণ সভায় নজরুল প্রেমীদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন নজরুল গবেষণা পরিষদ চাঁদপুরের সভাপতি অধ্যাপক মোশারেফ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল গনি।