শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ০০:০০

কচুয়ায় দৈনিক শপথের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
মেহেদী হাসান ॥

চাঁদপুর থেকে প্রকাশিত ‘দৈনিক শপথ’ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে দৈনিক শপথের কচুয়া অফিসের উদ্যোগে মিসবাহ উদ্দীন খান সদনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কচুয়া ব্যুরো প্রধান মাঈনউদ্দীন আহমেদ সবুজের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার আতাউল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজ, জাতি ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। তাদের লেখনির মাধ্যমে সমস্যা চিহ্নিত হয় ও সমস্যার সমাধানে দিক-নির্দেশনা খুঁজে পাওয়া যায়। রাষ্ট্রের কল্যাণে নাগরিকদেরকে সচেতন করে তুলতে সাংবাদিকরা অনন্য ভূমিকা পালন করেন। দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ একজন নির্ভীক সাংবাদিক। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তিনি কোনো চাপের মুখে মাথা নত করেন না। তার সংবাদ পরিবেশনও প্রশংসার দাবি রাখে। এ যোগ্য ও দক্ষ ব্যক্তির নেতৃত্বে দৈনিক শপথ অনেক উচ্চতায় পৌঁছে যাবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের আপ্যায়ন ও বিনোদন বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন ও কচুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু ও দৈনিক শপথের স্টাফ রিপোর্টার মোঃ রাসেল প্রমুখ। আলোচনা শেষে করতালির মধ্য দিয়ে মোমবাতি প্রজ্জ্বলিত করে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়