প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ০০:০০
গতকাল মঙ্গলবার চাঁদপুর পুলিশ লাইনস্ মাঠ ও পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁদপুর কর্তৃক শতাধিক জেলা পুলিশ কর্মকর্তা ও সদস্য নিয়ে অগ্নিনির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীনসহ জেলা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাঁদপুরের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।