প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাসের পিতা রত্নেশ্বর চন্দ্র দাস আর বেঁচে নেই। তিনি গত ২৩ আগস্ট সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ পদ্মা জেনারেল হাসপাতালে পরলোকগমন করেন (দিব্যান লোকান স গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর।
তার মৃত্যু সংবাদে নিজবাড়ি পিংড়াতে শোকের ছায়া নেমে আসে। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৮ পুত্র, ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। একজন ভালোমনের সদালাপী ও পরোপকারী মানুষ হিসেবে এলাকায় তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। ২৪ আগস্ট সকালে চাঁদপুর জেলাস্থ পিংড়া পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এসময় মধুসূদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীসহ এলাকার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ প্রয়াত রত্নেশ্বর চন্দ্র দাসের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শোক প্রকাশ
প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাসের পিতা রত্নেশ্বর চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রোটাঃ সূর্য কুমার নাথ। তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, প্রয়াত রত্নেশ্বর বাবু একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি নীরবে নিভৃতে সমাজের অনেক ভালো কাজ করেছেন। তিনি তার সন্তানদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পেরেছেন। যা তার যোগ্যতার বহিঃপ্রকাশ। পরম ঈশ্বর যেন তাকে স্বর্গপ্রাপ্তি করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।