শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ০০:০০

করোনায় সাইপ্রাসে প্রবাসী বাংলাদেশীর মৃত্যু
মাহাফুজুল হক চৌধুরী ॥

২৪ আগস্ট মঙ্গলবার সাইপ্রাস সময় সকাল ৮টায় করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ সোহেল (৪০) নামের এক সাইপ্রাস প্রবাসী মৃত্যুবরণ করেন। ২৩ জুলাই থেকে সোহেলের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। ২৭ জুলাই সোহেলের শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে তাকে দ্রুত লিমাসল জেনারেল হসপিটালে ভর্তি করা হয়। পরে করোনা ধরা পড়ে, করোনা থেকে নিমোনিয়ায় আক্রান্ত হয়ে গেলে লিমাসল হসপিটাল থেকে তাকে রাজধানী নিকোশিয়া জেনারেল হসপিটালে পাঠানো হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। সোহেলের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। সোহেলের লাশ দেশে যাবে কি-না এখনো সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সাধারণ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলে সে লাশ দেশে ফেরত নেয় না।

জানা যায়, সোহেল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানা কুনঠা গ্রামের মোহাম্মদ হামিদ হোসেন মাস্টারের সন্তান। ৩ বোন ২ ভাইয়ের মধ্যে সোহেল পরিবারের দ্বিতীয় সন্তান। ৭ বছর আগে স্টুডেন্ট ভিসায় সাইপ্রাস পাড়ি দেয় সোহেল। পড়ালেখার পাশাপাশি সাইপ্রাসের লিমাসলে ডলসি ক্লাবে কাজ করতেন তিনি। গত বছর মোবাইলে দেশে বিয়েও করেন তিনি। বিয়ে করলেও এখনো দেশে যাওয়া হয়নি তার। এ বছর দেশে যাওয়ার কথা থাকলে করোনা তাকে পৃথিবী থেকে বিদায় দিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়