শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ০০:০০

হাজীগঞ্জে পুড়িয়ে দেয়া হয়েছে ২টি অবৈধ ড্রেজার
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে অবৈধ ২ টি ড্রেজার। এর মধ্যে ১ টি ড্রেজার পুড়িয়ে দেয়াসহ ড্রেজার মালিককে আরো ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুড়িয়ে দেয়া অপর ড্রেজার মালিককে খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে ভিন্ন এ দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপরোক্ত সাজা প্রদান ও বাস্তবায়ন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের মৃত আবুল বাসারের ছেলে বোরহান উদ্দিন (৩৩) বহুদিন ধরে ড্রেজার দিয়ে কৃষিজমি ভরাটসহ নষ্ট করার অভিযোগে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ড্রেজারটিকে পুড়িয়ে দেয়াসহ এর মালিক বোরহান উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের অপর একটি ড্রেজার পুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় উক্ত ড্রেজারের মালিককে খুঁজে পাওয়া যায়নি বলে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার চাঁদপুর কণ্ঠকে জানান, এখন থেকে অবৈধ সকল ড্রেজার ধ্বংসসহ ড্রেজার মালিক ও জমির মালিককে আইনের আওতায় আনা হবে। অবৈধ সকল ড্রেজারের উপর আমাদের এ অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়