প্রকাশ : ২৫ আগস্ট ২০২১, ০০:০০
হাজীগঞ্জের মোঃ সোহাগ সরকার (৩৫) বাহরাইনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সোহাগের মৃত্যুর খবর তার পরিবার মঙ্গলবার সকালে জানতে পারে। এরপর থেকেই সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম। সে উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের দেশগাঁও গ্রামের সরকার বাড়ির জুনাব আলীর ছেলে। সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু।
চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন বাচ্চু জানান, চার ভাই ও এক বোনের মধ্যে সোহাগ মেঝ। তার স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে। পারিবারিক সচ্ছলতার আশায় সে দুই বছর আগে বাহরাইন গিয়েছিলো।
এদিকে সোহাগের লাশ দেশে আনার জন্যে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তার পরিবার।
উল্লেখ্য, মাত্র ১০ দিন আগে ১৫ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মারা যান মোঃ মহিনউদ্দিন (২৪) নামের অপর এক প্রবাসী। তিনি উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আস্কর বাড়ির সফি উল্যার ছেলে।