শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০

রাতের আঁধারে অসহায়-দুঃস্থদের খাদ্য সহায়তা প্রদান
কামরুজ্জামান টুটুল ॥

রাতের আঁধারে অসহায় ও দুঃস্থদের বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ আয়োজন করে।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সদর দপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনায় সমিতি-১-এর আওতাধীন এলাকার ১ হাজার ২শ’ ৫০ জন অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে গত ক’দিন ধরে রাতের আঁধারে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো জনপ্রতি ৫৫০ টাকার সমমূল্যের পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে মশুর ডাল ও লবণ এবং আধা লিটার সয়াবিন তেল।

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ কেফায়েত উল্যাহ্ চাঁদপুর কণ্ঠকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি যারা এখনো বিদ্যুৎ সংযোগ গ্রহণ করেনি, শোকের মাস উপলক্ষে তাদেরকে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। এজন্যে ইতিমধ্যে আমরা হাট-বাজারসহ বিভিন্ন পাড়া-মহল্লায় মাইকিং এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছি।

তিনি আরো বলেন, এর আগে একই সমিতি কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ প্রতিরোধে ও জনসমাগম এড়াতে সমিতির আওতাধীন এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে তালিকা করে এবং তাদের সহযোগিতায় ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়