শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০

রহিমানগরে মরহুম তৈয়বুর রহমান স্মরণে ঈছালে ছাওয়াব মাহফিল
ফরহাদ চৌধুরী ॥

কচুয়ার রহিমানগরে অবস্থিত লতিফিয়া এনামিয়া হাফিজিয়া মাদ্রাসায় ১২নং আশ্রাফপুর ইউনিয়নের প্রয়াত সাবেক কাজী আনম তৈয়বুর রহমানের স্মরণে ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার বাদ জোহর লতিফিয়া এনামিয়া হাফিজিয়া মাদ্রাসায় আনম তৈয়বুর রহমান ও তাঁর প্রয়াত স্ত্রীর স্মরণে ঈছালে ছাওয়াব মাহফিল উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মীরসরাই দরবার শরীফের পীর সাহেব হাফেজ মাওলানা মেছবাহুল ইসলাম লতিফির সভাপতিত্বে ঈছালে ছাওয়াব মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দ্বীনি আলোচনা রাখেন মরহুমের সন্তান কচুয়া উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মোঃ হাবিবুর রহমান, শাহরাস্তি উপজেলা কাজী সমিতির সভাপতি মাওলানা কাজী মোঃ মহিউদ্দীন খোকন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, কচুয়া পৌরসভার কাজী মাওলানা নূরুল হক, সাচার ইউনিয়নের কাজী মাওলানা মহিউদ্দিন ইকবাল, পাথৈর ইউনিয়নের কাজী মাওলানা মোঃ আবুল হোসাইন প্রমুখ।

লতিফিয়া এনামিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ আলী মুনিরের পরিচালনায় ঈছালে ছাওয়াব মাহফিলে অংশগ্রহণ করেন কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি আহসান হাবীব সুমন, কাজী মাওলানা বোরহান উদ্দিন, কাজী মেছবাহ উদ্দিন জসিম, কাজী মাওলানা আমির হোসেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন কাজী সমিতির নেতবৃন্দসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রয়াত কাজী আনম তৈয়বুর রহমান ও তাঁর প্রয়াত স্ত্রীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মীরসরাই দরবার শরীফের পীর সাহেব হাফেজ মাওলানা মেছবাহুল ইসলাম লতিফি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়