প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০
মুজিববর্ষ উপলক্ষে এবং করোনাকালীন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল ৬০ জন আনসার ভিডিপি সদস্যকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি। উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি অফিসার সুভাগ্য রাণী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, নূরুন্নবী নোমান, উপজেলা প্রশিক্ষক গোবিন্দ ও হাইমচর উপজেলার প্রশিক্ষক আব্দুর রহিম প্রমুখ।