প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডের রমেশ চন্দ্র দে মহাশয়ের বাড়ির শারদীয়া দুর্গা পূজা উদ্যাপন কমিটির সহ-সভাপতি ও বাবুরহাট বাজারের হোটেল মাতৃভান্ডারের স্বত্বাধিকারী ব্যবসায়ী তপন চন্দ্র দে গত ২২ আগস্ট রাত ১২টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, হৃদরোগসহ দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধুসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাবুরহাট বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। জীবদ্দশায় তিনি ছিলেন সদালাপী, মিষ্টভাষী, পরোপকারী ও সাদা মনের মানুষ। সোমবার ভোর ৬টায় পারিবারিক শ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডের রমেশ চন্দ্র দে মহাশয়ের বাড়ির শারদীয়া দুর্গা পূজা উদ্যাপন কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও উপদেষ্টাম-লীর সদস্যবৃন্দ।