শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০

জেলা সিএনজি মালিক সমিতি

যাত্রীদের হারিয়ে যাওয়া জিনিসপত্র অসহায়দের মাঝে বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত

যাত্রীদের হারিয়ে যাওয়া জিনিসপত্র অসহায়দের মাঝে বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত
মঈনুল ইসলাম কাজল ॥

প্রতিদিন হাজার হাজার যাত্রী বহন করে থাকে সিএনজি অটোরিকশা। মানুষের প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হয় যাত্রীদের। অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে মূল্যবান জিনিসপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সিএনজি অটোরিকশায় রেখেই চলে যান অনেকেই। এসব মূল্যবান জিনিসপত্র না পেয়ে দিগ্বিদিক ছুটাছুটি করতে হয় যাত্রীদের। যাত্রীদের এ সকল সমস্যা থেকে মুক্তি দিতে চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি সবসময়ই তৎপর থাকতে দেখা গেছে। সমিতি কর্তৃক প্রত্যেক চালকদের এ বিষয়ে নির্দেশ দেয়া হয়। কোনো যাত্রী ভুলবশত ব্যাগ অথবা প্রয়োজনীয় জিনিসপত্র গাড়িতে ফেলে চলে গেলে সে সকল জিনিসপত্র সমিতি কার্যালয়ে জামা দিতে হয়। এরপর সমিতির ফেসবুক পেজের মাধ্যমে তা প্রচার দেয়া হয়। এমনকি যানজট নিরসনে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় সচেতনতামূলক প্রচারণা করা হয়।

সমিতি সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট বিকেলে কচুয়া উপজেলার পিপল্করা গ্রামের কাজী মোস্তফা কামাল কচুয়া থেকে কালিয়াপাড়ায় আসার পথে তার মূল্যবান জিনিসপত্র সিএনজি অটোরিকশায় রেখেই চলে যান। অটোরিকশা চালক ব্যাগটি পেয়ে সমিতির কার্যালয়ে জামা দেন। পরে সমিতির পক্ষ থেকে মাইকিং করা হয়। সংবাদ পেয়ে কাজী মোস্তফা কামাল সমিতির কার্যালয়ে উপস্থিত হলে সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার তার হাতে ব্যাগটি তুলে দেন। ব্যাগটি পেয়ে সমিতির সভাপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সমিতি সূত্রে আরো জানা যায়, বর্তমানে সমিতির কার্যালয়ে ২০টি ব্যাগ জমা রয়েছে। বিভিন্নভাবে প্রচার-প্রচারণা করেও ব্যাগগুলোর প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় এতিম-অসহায় গরিব জনগণের মাঝে বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আগামী এক সপ্তাহের মধ্যে কেউ না আসলে ব্যাগগুলো বিলিয়ে দেয়া হবে।

সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার বলেন, আমরা যাত্রীদের জিনিসপত্র তাদের হাতে তুলে দিয়ে তৃপ্তি পাই। এ পর্যন্ত বহু যাত্রী তাদের হারিয়ে যাওয়া জিনিসপত্র ফিরে পেয়েছেন। এক বছর যাবৎ কিছু ব্যাগ আমাদের কাছে রয়ে গেছে, তা কেউ নিতে আসেনি। তাই এ সকল ব্যাগ গরিব-এতিম-অসহায় জনগণের মাঝে বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো জানান, ব্যাগগুলোর মধ্যে নতুন-পুরাতন জামা-কাপড় ও কিছু টাকা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়