শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০

শাহরাস্তিতে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভা
মোঃ আবুল কালাম ॥

শাহরাস্তিতে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন ও মেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চিত কুমার চক্রবর্তী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আমজাদ হোসেন, সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোশাররফ হোসেন, মেহের ডিগ্রি কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মমিনুল হক, নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিষয়ের শিক্ষক মাহাবুবুল আলম প্রমুখ।

সভায় বক্তারা বিজ্ঞান শিক্ষা প্রসারের লক্ষ্যে ব্যবহারিক ক্লাস নিয়মিতকরণ, মনিটরিং ব্যবস্থা জোরদার করা, বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা, উপজেলা বিজ্ঞান ক্লাবে যন্ত্রপাতি বৃদ্ধিকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়