প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০
কচুয়ায় বিভিন্ন স্থানের উন্মুক্ত জলাশয়, বর্ষায় প্লাবিত ধান ক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন সংলগ্ন পুকুরে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন স্থানে ২শ’ ৯০ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নূরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।