শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০

রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনের মাস্ক বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

কোভিড-১৯ প্রতিরোধে সাধারণ মানুষকে মাস্ক পড়ার বিষয়ে সচেতন করার লক্ষ্যে রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। ২৩শে আগস্ট সোমবার বিকেল ৪টায় চাঁদপুর শপথ চত্বরে এই মাস্ক বিতরণ করা হয়।

রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনের সভাপতি রোঃ সামিউল প্রধানের সভাপতিত্বে এবং সমাজসেবা পরিচালক রোঃ অমরেশ দত্ত জয়ের তত্ত্বাবধানে মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান সাখাওয়াত হোসেন শাকিল।

তিনি বলেন, সাধারণ মানুষকে মাস্ক পরার বিষয়ে সচেতন করার জন্যে রোটার‌্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের মাস্ক বিতরণ কর্মসূচি একটি সময়োপযোগী উদ্যোগ। তিনি সবাইকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সঠিক নিয়মে মাস্ক পরার ওপর গুরুত্ব দিতে অনুরোধ জানিয়েছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন রোটার‌্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনের সাবেক সভাপতি রোঃ দীন মোহাম্মদ দিলরাজ, কার্যনির্বাহী সচিব রোঃ নজরুল ইসলাম নিলয়, সহ-সভাপতি ইব্রাহিম খলিল রিয়াদ, ট্রেজারার রোঃ ইসতিয়াক খন্দকার সৈকত, এডিটর রোঃ আল আমিন সানি, অর্থসেবা পরিচালক রোঃ আল আমিন মুন্সি, পেশা উন্নয়ন সেবা পরিচালক রোঃ শাহরিয়ার এমরান সিয়াম, সার্জেন্ট এট আর্মস আফসানা পাটওয়ারীসহ ক্লাবের অন্য সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়