প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০
হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নে দক্ষিণ আলগী আদর্শ যুব সমাজ কল্যাণ সংঘ-এর উদ্যোগে করোনাকালীন সময়ে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
২২ আগস্ট বিকেল ৩টায় দক্ষিণ আলগী আদর্শ যুব সমাজকল্যাণ সংঘের প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ সালাউদ্দীন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ সলিম উল্যাহ। আরো বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ কাইয়ুম, মোঃ মানিক মিজি ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান পাটওয়ারী।
সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ সলিম উল্যাহ বলেন, আজকে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই সংগঠনটি সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে। আমাদের এলাকার অসহায় মা-বোন না খেয়ে থাকলেও কারো কাছে হাত পাতে না। তাই আমরা তাদের জন্য কিছু করতে চেষ্টা করছি। এলাকার কোনো বোনকে যদি বিয়ে দিতে সমস্যা হয় তাহলে আপনারা এই দঃ আলগী আদর্শ যুব সমাজকল্যাণ সংঘকে অবগত করবেন। এই এলাকায় কোনো ভিক্ষুক থাকবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থেকে সবসময় চেষ্টা করবো। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মোঃ রুবেল খান।