প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০
মতলব উত্তরে বিভিন্ন গ্রাম ও এলাকায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, বস্ত্র ও নগদ অনুদান পৌঁছে দিচ্ছেন এক মানবাধিকার কর্মী। মানবতার সেবা ধরে রাখতে এবার প্রতিবন্ধী ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে মতলব উত্তর রাঢ়িকান্দী গ্রামের কৃতী সন্তান, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ই.এম.আই. গাজ্জালী। নিজ উদ্যোগে দেশী, প্রবাসী ও বিভিন্ন মানবদরদী সংগঠনের সহায়তায় তিনি এ মানবিক সেবামূলক কাজ করেন বলে জানিয়েছেন। তাছাড়া এ ধরনের মানবিক কর্তব্য পালনে রাত জেগে অবিরাম নফল নামাজ আদায় ও অবিরত নফল রোজার সমতুল্য সাওয়াব অর্জন করা যায়। প্রতিবন্ধী অসহায় ও গরিবরা এদেশের নাগরিক। তারা আমাদের সন্তান ও ভাই-বোন। তাদের পাশে দাঁড়ানোর জন্যে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন হাফেজ মাওঃ ই.এম.আই. গাজ্জালী। সকলের সম্মতি ও সহযোগিতা পেলে নিয়মিত সামাজিক সেবামূলক কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।