শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ আগস্ট ২০২১, ০০:০০

চাঁদপুর গ্রামে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে।

জানা যায়, মোঃ আলমগীর হোসেন বেপারীর পৈত্রিক সম্পত্তি একই গ্রামের মৃত মেনহাজ মোল্লার ছেলে ফয়সাল মোল্লা গং জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আলমগীর হোসেন বেপারী জানান, তার পিতার ১৯ শতক সম্পত্তি ফয়সাল মোল্লা গং দখলের চেষ্টা করে, এমনকি সম্পত্তিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।

সম্পত্তি দখল ও গাছ কাটতে নিষেধ করলে উল্টো তাকে মারধর করার জন্যে তেড়ে আসে। এ নিয়ে এলাকায় সালিসি বৈঠক বসার জন্যে বলা হলেও আজ না কাল বসা হবে বলে কালক্ষেপণ করা হচ্ছে। এ নিয়ে আলমগীর বেপারী হতাশায় ভুগছেন। এ ব্যাপারে তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়