প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াতের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুনবাজার বাসদ কার্যালয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে আগামী ৯ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের জেলা সভাপতি দিপালী রাণী দাস। বেগম রোকেয়া তৎকালীন সামন্তীয় কূপমণ্ডুক সমাজব্যবস্থার সময়ে নারীর মর্যাদা, নারীর অধিকার ও তৎকালীন সমাজে মানুষ হিসেবে সম্মান নিয়ে বেঁচে থাকার জন্যে যে সাহস নিয়ে, ভয়ভীতি উপেক্ষা করে, আপসহীন লড়াইয়ের মাধ্যমে নারীদের কী কী অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, এখনও সমাজে কী জাতের অসঙ্গতি আছে তা প্রতিষ্ঠার উপায়ের বিষয়ে আলোচনা হবে।
স্মরণসভায় আলোচনা করবেন রাজনৈতিক নেতা, শিক্ষক ও নারী নেতৃবৃন্দ। স্মরণসভায় সংগঠনের নেতা-কর্মী-সমর্থক দরদী-শুভানুধ্যায়ী ও সচেতন নাগরিকদের যথাসময়ে উপস্থিত থেকে আলোচনা শোনার জন্যে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তাসলিমা হোসেন রুবী বিশেষভাবে অনুরোধ করেছেন।