শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ০০:০০

অপরিকল্পিত নগরায়ণের ফলে জলাবদ্ধতা
হাছান খান মিসু ॥

চাঁদপুর শহরের পৌর ১৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে ভরাট করা হচ্ছে পুকুরসহ বিভিন্ন জলাশয়। তার মধ্যে তৈরি করা হচ্ছে উঁচু উঁচু দালান। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে দেখা যাচ্ছে জলাবদ্ধতা। ঘন ঘন বৃষ্টির ফলে যে ক’টি জলাশয় আছে, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় তার পাশে থাকা সড়কগুলোও নিমজ্জিত হচ্ছে। এমন একটি চিত্র দেখা যায় বাবুরহাটস্থ চাঁদপুর জেলা পরিষদ সংলগ্ন হাজেরা হাসমত সড়কে। জানা যায়, এখানে চাঁদপুর জেলা পরিষদের ও পার্শ্ববর্তী বাইরের ক’টি পুকুর হয়ে খালের সাথে পানি প্রবাহ সংযুক্ত ছিল। জেলা পরিষদের পুকুরসহ বর্তমানে প্রায় সব ক’টি জলাশয় বালু দিয়ে ভরাট করে ফেলায় সামান্য বৃষ্টিতে চরম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এমন চিত্র এই এলাকায় আরো কয়েকটি স্থানেও রয়েছে। তার মধ্যে বাবুরহাট মডেল টাউন, অভয় বাবুর দিঘিরপাড়, আশিকাটি ও শিলন্দিয়ার কয়েকটি স্থান উল্লেখযোগ্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়