প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০০:০০
২১শে আগস্ট গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা, মিলাদ, বৃক্ষরোপণ ও অসহায়দের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেল ৪টায় চাঁদপুর শহরের ছায়াবাণী মোড় এলাকায় জেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঝন্টু দাস, সদস্য নাজমুল হোসেন পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি শেখ মহসিন, যুবনেতা সাংবাদিক কেএম মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব পাটওয়ারী, যুবলীগ নেতা হোসেন, যুবলীগ নেতা আবুল কালাম বকাউল, সদর থানা য্লুীগের সমাজকল্যাণ সম্পাদক কামাল বকাউল, হজু বেপারী প্রমুখ।