প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ০০:০০
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর হাটহাজারী মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস আল্লামা জুনায়েদ বাবুনগরী চট্টগ্রামের একটি হাসপাতালে গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইনাইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর সংবাদ দ্রুত সময়ে ছড়িয়ে যায় সবখানে। সারাদেশেই শোকের ছায়া নেমে আসে হযরতের ইন্তেকালের সংবাদে।
হযরতের ইন্তেকালের সংবাদে গভীর শোক প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি শেখ মোঃ জয়নাল আবদিন, সহ-সভাপতি গাজী মুহাঃ হানিফ, মাকসুদুর রহমান, সেক্রেটারী ইয়াসিন রাশেদ সানীসহ সংগঠনের জেলার নেতৃবৃন্দ।