শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ০০:০০

আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল
মিজানুর রহমান ॥

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ক’দিন যাবত প্যারাসিটামল ও গ্যাস্ট্রিকের ট্যাবলেট সংকট দেখা দিয়েছে। গতকাল ১৯ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টার সময় সরজমিনে দেখা যায়, বহির্বিভাগে কাউন্টারে স্লিপ নিয়ে রোগীরা প্যারাসিটামল ট্যাবলেট না পেয়ে ফিরে যাচ্ছেন। কাউন্টার থেকে তাদের বলা হচ্ছে ওষুধ এখানে সাপ্লাই নেই। বাইরে থেকে কিনে খাবেন। এলে আবার পাবেন।

চলমান করোনাভাইরাস মহামারিতে চাঁদপুরে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথায় আক্রান্ত হয়ে পড়েছেন অনেক মানুষ। এসব রোগে আক্রান্ত হচ্ছেন শিশু-বৃদ্ধসহ নানা বয়সিরা। হঠাৎ জ্বরের প্রকোপ দেখা দেয়ায় প্যারাসিটামল জাতীয় ওষুধের চাহিদা বেড়ে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, প্যারাসিটামল বর্তমান চাহিদার তুলনায় জেলা হাসপাতালে সরবরাহ একেবারেই অপ্রতুল। গত দুই তিন দিন জ্বরের এই ঔষধের সংকট চলছে বলে জানা যায়। পাশাপাশি গ্যাস্ট্রিকের ক্যাপসুল সরবরাহ বন্ধ রয়েছে অনেক দিন যাবত।

হাসপাতালে গ্যাস্ট্রিকের ব্যথা, বুকজ্বালা, জ্বর, সর্দি, মাথাব্যথার ও কাশির জন্যে এসব ওষুধ না পেয়ে ভোগান্তিতে পড়ছে খেটে খাওয়া গরিব দিনমজুর। ভুক্তভোগী রোগীরা বলছেন, লকডাউনে কর্মহীনতায় উপার্জন নেই। বাইরে থেকে ওষুধ কিনে খাওয়া কঠিন।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ হাবিব উল করিম বলেন, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের কাছে আমরা এ দুটি ওষুধের চাহিদাপত্র পাঠিয়েছি। আশাকরি আগামী ২৯ আগস্টের মধ্যে আমরা পেয়ে যাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়