রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো-২০২৩’ সমাপ্ত
সংবাদ বিজ্ঞপ্তি ॥

‘বিশ্ব ফার্মাসিস্টস দিবস-২০২৩’ উপলক্ষে ‘ফার্মেসি স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করে’ এই প্রতিপাদ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের আয়োজনে এবং স্কিল জবস্ ও ক্যারিয়ার ভেলাপমেন্ট সেন্টারের সহযোগিতায় দুদিনব্যাপী (সেপ্টেম্বর ২৫-২৬) ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো-২০২৩’ ২৬ সেপ্টেম্বর শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সাথে তাদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা শেয়ার করেন এবং ক্যারিয়ার নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের কর্পোরেটের প্রশিক্ষণ বিষয়ক উপদেষ্টা এম. মশিউর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, এলাইড হেলথ সায়েন্স্স অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন, ফার্মেসি বিভাগের সহযোগী বিভাগীয় প্রধান ড. শরিফা সুলতানা।

দুদিনব্যাপী অনুষ্ঠানে ছিলো র‌্যালি, ফার্মা অলিম্পিয়াড, সেমিনার, কর্মশালা, পোস্টার প্রেজেন্টেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। সহস্রাধিক শিক্ষার্থী, অ্যালামনাই ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপি বলেন, বর্তমানে বাংলাদেশর ঔষধশিল্প বিশ্বের ১৫৫টি দেশে রপ্তানি হচ্ছে, যা বাংলাদেশর দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে বিবেচিত। স্বাধীন ঔষধনীতি প্রণয়নের ফলে দেশের ঔষধশিল্প আজ এ পর্যায়ে উন্নীত হয়েছে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে এ শিল্পের অগ্রযাত্রাকে বাঁচিয়ে রাখতে এবং গুণগত মান বজায় রেখে আগামীতে আরো বেশি বেশি রপ্তানি বৃদ্ধিতে অবদান রাখার আহ্বান জানান। ফার্মাসিউটিক্যাল শিল্পে গবেষণা এবং উদ্ভাবন প্রচারের জন্যে আরো বেশি বেশি এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজন আছে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়