প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গে তিনজন মারা গেছেন। ১৬ আগস্ট দুপুর ২টা থেকে ১৭ আগস্ট দুপুর ২টার মধ্যে এরা মারা যান। এরা হচ্ছেন : ফরিদগঞ্জ উপজেলার মূলপাড়া গ্রামের তাজুল ইসলাম (৬৫), চাঁদপুর সদর উপজেলার মনোহরখাদী গ্রামের নূরজাহান (৭০) ও চাঁদপুর শহরের নতুন বাজার পশ্চিম শ্রীরামদী এলাকার আসাদ (৭০)।