প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ০০:০০
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁদপুর জেলা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট রোববার সকালে পবিত্র কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন ইফার উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলাম ধর্ম প্রচারে আন্তরিক ছিলেন। তিনি ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তিনি আরও বলেন, তাঁর কন্যা শেখ হাসিনা সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণকাজ শুরু করেছেন। ইতিমধ্যে পঞ্চাশটি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র উদ্বোধন করেছেন।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন জাতীয় ইমাম সমিতি চাঁদপুরের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সালাম। কোরআন খতমে বিভিন্ন মসজিদের ইমামগণ অংশ নেন। উপস্থিত ছিলেন ইফার ফিল্ড অফিসার মোঃ বিল্লাল হোসেন, জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী।