প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ০০:০০
হাইমচর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন আদর্শ মানব। যারা বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করেছে তারাই আজ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আরও বলেন, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে নিবেদিত, ত্যাগী কর্মীরাই দলের সকল কর্মসূচিতে অংশ নেয়। তিনি সকলকে মতভেদ ভুলে ডাঃ দীপু মনি এমপির পক্ষে কাজ করার আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহাজাহান মিয়ার সভাপ্রধানে ও দপ্তর সম্পাদক মোঃ মাকসুদ আলম খানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান চৌকিদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সাধারণ আলি আহমেদ দেওয়ান, বাচ্চু মিয়া খান প্রমুখ।
জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এদিন সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শোক র্যালি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
বেলা ১১টায় আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা, শিক্ষামন্ত্রীর সুস্বাস্থ্য কামনা ও উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, সহ-সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।