মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৮ আগস্ট ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে ঝিলে মাছ ধরতে বাধা ॥ আহত ১
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে ঝিল থেকে মাছ ধরার সময় সন্ত্রাসী হামলায় সালাউদ্দিন পাটোয়ারী (৬০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি সোমবার ভোর রাতে পৌর এলাকার চরকুমিরা এলাকায় ঘটে। এ ব্যাপারে আহত সালাউদ্দিন পাটোয়ারীর ভাই ব্যবসায়ী গিয়াসউদ্দিন বাবুল পাটোয়ারী সোমবার (১৬ আগস্ট) রাতে বাদী হয়ে মাকসুদুল বাশার বাঁধন পাটোয়ারীকে প্রধান অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্র ও হামলায় আহত সালাউদ্দিন পাটোয়ারী জানান, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন বাবুল পাটোয়ারীর গ্রামের বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকার চরমথুরা গ্রামের পাশেই মাছের বিশাল ঝিল রয়েছে। মাছের ঝিলটি বাবুল পাটোয়ারীর ভাই সালাউদ্দিন পাটোয়ারী দেখভাল করেন। গত ক’দিন ধরে ওই মাছের ঝিল থেকে মাছ ধরা হচ্ছিলো। সোমবার ভোর রাত চারটার দিকে জেলেদের মাছ ধরা দেখভাল করার সময় মাকসুদুল বাসার বাঁধন পাটোয়ারী নেতৃত্বে একদল লোক সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তারা সালাউদ্দিন পাটোয়ারীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত অবস্থায় পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে গিয়াসউদ্দিন বাবুল পাটোয়ারী জানিয়েছেন, তিনি বাদী হয়ে মাকসুদুল বাশার বাঁধন পাটোয়ারীসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি জানান, বাঁধন পাটোয়ারী ইতিপূর্বে তার মাছের ঘের কেটে দিয়ে কেটে দেয়াসহ নানা সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে। মাছের ঝিলের বাঁধ কাটতে গিয়ে লোকজনের ওপর হামলা করেছে। একপর্যায়ে পুলিশের হাতে অস্ত্রসহ আটক হয়েছে। সোমবার রাতে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে অভিযুক্ত বাঁধন পাটোয়ারীকে কল দিলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, হামলার ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়