প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ০০:০০
পাপ্পু মাহমুদ ॥
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুহিন আখন্দ (২০) নামের এক যুবক মৃত্যুবরণ করেছেন। তুহিন শাহরাস্তি উপজেলার রাড়া আখন্দ বাড়ির মৃত আমির হোসেনের ছেলে। তুহিন পাঁচ ভাইয়ের মধ্যে ছিলেন তৃতীয়।
জানা যায়, তুহিন রোববার মতলব উপজেলায় বিদ্যুতের কাজ করতে গিয়ে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। দুপুরে তুহিনের লাশ তার গ্রামের বাড়িতে আনা হয়। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।