প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুরের প্রথম নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরীর স্বামী হিমাংশু সেন চৌধুরী পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, একমাত্র পুত্রসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাত ৩টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চাঁদপুর মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সাহিত্য একাডেমী, চাঁদপুরের মহাপরিচালক রোটারিয়ান কাজী শাহাদাত, চতুরঙ্গ মহাসচিব হারুন আল রশীদ, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি রোটারিয়ান মাহমুদা খানমসহ অনেকেই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।