প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ০০:০০
স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর সদর উপজেলার শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
১৫ আগস্ট রোববার বেলা ১০টায় কলেজ মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপ্রধানে ও ২৯নং উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তার ব্যক্তিগত অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় সোহেল রুশদী বলেন, বঙ্গবন্ধু নিজেই একজন ইতিহাস। আজকের এইদিনে ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা হারিয়েছি। আমরা হারিয়েছি বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যকে। একদল বিপথগামী সেনা সদস্যদের দ্বারা এ হত্যাযজ্ঞ চালানো হয়। আমরা করোনাকালীন সঙ্কটে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাহাদাৎ হোসেন, চাঁদপুর জেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান খান সবুজ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান পাটওয়ারী, জিলানী চিশতী কলেজের প্রভাষক মোঃ জিয়াউর রহমান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা আক্তার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার ফিরোজা বেগম, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহরাব হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের সহ-অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক গোলাম সারওয়ারসহ অন্য প্রভাষকগণ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম পাটওয়ারী। এ সময় কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।