প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সম্মুখে লেকের পাড়ে পাকাঘাটলা সংলগ্ন বিদ্যুতের পিলারের সাথে ঝুলে থাকা তারগুলো প্রায় সময় পড়ে থাকতে দেখা যায়। এতে করে লোকজন চলাচল করার সময় তারের সাথে পেঁচিয়ে পড়ে যায়। এই লেকটিতে নানাবয়সী মানুষ গোসল করে থাকে। তারগুলো পানিতে এভাবে পড়ে থাকলে সাধারণ মানুষ বড় বিপদের সম্মুখীন হতে পারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করেন সচেতন মহল। ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকিম।