প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ০০:০০
হাজীগঞ্জের মহিন উদ্দিন (২৪) নামে এক যুবক সংযুক্ত আরব আমিরাতের দুবাই আবু সাকারায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এ যুবক। তিনি হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের ছফিউল্যার ছেলে।
মহিন উদ্দিন আরব আমিরাতের আবুধাবিতে থাকতেন। তিনি সেখানে ফার্নিচার ও পর্দার কাপড় সাপ্লাইয়ের কাজ করতেন। আহাম্মদপুর গ্রামের আসকর বাড়ির যুবক মহিন নতুন বিয়ে করে ছুটি কাটিয়ে দ্বিতীয় বার দুবাই গিয়েছিলেন। চার মাস হলো তিনি ছুটি শেষে দুবাই গিয়েছিলেন।
স্থানীয় বাসিন্দা মীর হোসেন জানান, মহিন উদ্দিনের তিন ভাই, চার বোন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার পরিবারে চলছে শোকের মাতম।
মহিনের বাবা সফিউল্যাহ জানান, ছেলেকে বিয়ে করিয়ে বিদেশ পাঠিয়েছি। তার ভাগ্য এমন হবে ভাবতেও পারিনি। তিনি জানান, ঘটনার পরপরই আমরা সহকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি। এখন শুধু ছেলের লাশটা চাই।