প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:০০
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা মৎস্য অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে সোমবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধির অর্জনে মৎস্য অধিদপ্তর ২৪ জুলাই থেকে ৩০ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ পালন করবে।
সভায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাসুদুল হাছান। উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুন্সি মোহাম্মদ মনির, খালেকুজ্জামান শামীম, গাজী সালাউদ্দিন, সাংবাদিক শাখাওয়াত হোসেন শামীম প্রমুখ।