প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ৮ জন। গতকাল ২৪ জুলাই সোমবার আরো ৪ জন রোগী ভর্তি হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা সবাই হাইমচরের হলেও তারা প্রত্যেকে ঢাকা অথবা নারায়ণগঞ্জে যাতায়াত ছিলো। কথাগুলো বললেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মামুন রায়হান। তিনি আরো বলেন, রোগীর সংখ্যা যদি বেড়ে যায় স্বাস্থ্য কমপ্লেক্সে সিট সঙ্কটের কারণে চিকিৎসা সেবা দেয়া কঠিন হয়ে দাঁড়াবে। আইসোলেশন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সিট সংখ্যা কম থাকায় রোগীদের বারান্দায় সিট দিতে হচ্ছে।