প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:০০
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কচুয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত এ মৎস্য সপ্তাহ চলবে। গতকাল সোমবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম।