প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার। শুক্রবার রাতে ঢাকায় আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের বাসভবনে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
এ সময় মেয়রের সঙ্গে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাছির উদ্দিন মিয়া, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, নবনির্বাচিত কাউন্সিলর আমান উল্যাহ সরকার, মোঃ শাহজাহান মোল্লাসহ অন্যরা উপস্থিত ছিলেন।