প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজার এলাকা থেকে মাদক সম্রাজ্ঞী রাজিয়া সুলতানা ও মাদক সম্রাট আঃ খালেককে ২ হাজার ৮শ’ পিচ ইয়াবাসহ আটক করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৩ জুলাই রোববার দুপুরে এই অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে তাদেরকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ দিদারুল আলম।
ওইদিন নায়েরগাঁও বাজার এলাকার পাটন মিজি বাড়ির মাদক সম্রাজ্ঞী রাজিয়া সুলতানার (৫৪) ঘর তল্লাশি করে ৮শ’ পিচ ইয়াবা ও অপর মাদক সম্রাট আবদুল খালেক (৪৫)-এর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। রাজিয়া সুলতানার বাড়ি নায়েরগাঁও ইউনিয়নের পাটন গ্রামে ও অপর মাদকব্যবসায়ী আবদুল খালেকের বাড়ি কুমিল্লার দাউদকান্দির সাধারদিয়া গ্রামে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আগামীকাল তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।