প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০
২৩জুলাই রোববার শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজের প্রয়াত শিক্ষক কবিরুল ইসলাম মজুমদারের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের প্রাক্তন শিক্ষার্থী, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের উদ্যোগে প্রয়াত শিক্ষক কবিরুল ইসলাম মজুমদারের স্মরণ সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, প্রয়াত শিক্ষক কবিরুল ইসলাম মজুমদার ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, নিবেদিতপ্রাণ মানুষ, যার স্মৃতি বলে শেষ করা যাবে না। আমার মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ হওয়ার পেছনে শিক্ষক কবির মজুমদারের অনেক অবদান, কলেজের শিক্ষক-শিক্ষার্থী থেকে শুরু করে কলেজের অবকাঠামোগত উন্নয়ন সহ সকল কাজে তার অবদান অনেক। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।
কবিরুল ইসলাম মজুমদারের স্মরণ সভায় উপস্থিত থেকে তার স্মৃতিময় দিনগুলো নিয়ে বক্তব্য রাখেন কলেজের শিক্ষকবৃন্দ। আরও বক্তব্য রাখেন মরহুমের স্ত্রী শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাজিয়া বেগম। তিনি তার বক্তব্যে ২০২০ সালে তার স্বামীর মৃত্যুর পরে দুই সন্তান নিয়ে কীভাবে চলছেন তা তুলে ধরেন এবং কলেজের অধ্যক্ষ সহ সকলের আন্তরিকতার জন্যে ধন্যবাদ জানান। একইভাবে তিনি ধন্যবাদ জানান কলেজের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়কে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করার জন্যে।
স্মরণ সভায় বক্তব্য রাখেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী মেহার উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক গোলাম সারওয়ার। উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুলের সহকারী ইংরেজি শিক্ষক ইসমাইল হোসেন সিরাজী, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমেদ তোহা প্রমুখ।
সবশেষে প্রয়াত শিক্ষক কবিরুল ইসলাম মজুমদারসহ সকল প্রয়াত শিক্ষকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।