প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চট্টগ্রামে শুরু হয়েছে ৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৩। এ প্রতিযোগিতায় চাঁদপুর জেলা সহ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, আনসার বাহিনীসহ বিভিন্ন জেলার টেবিল টেনিসের দলগুলো অংশ নিয়েছে।
২২ জুলাই শনিবার চট্টগ্রাম রাইফেলস ক্লাব জিমনেসিয়ামের অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাসির উদ্দিন।
চাঁদপুর জেলা দলের খেলোয়াড়রা আজ রোববার বাংলাদেশ বিমানবাহিনীর টেবিল টেনিস দলসহ পাঁচটি দলের সাথে খেলতে নামবেন। দলগুলো হচ্ছে রংপুর, খুলনা, ঢাকা জেলা ও বাংলাদেশ আনসার বাহিনী।
চাঁদপুর জেলা দল উদ্বোধনী দিন শনিবারে দুটি খেলায় অংশগ্রহণ করেন। উদ্বোধনী দিনের দুটি খেলায় বাংলাদেশ বিমান বাহিনীর টেবিল টেনিস দল (পুরুষগত দলগত ইভেন্টে) ও বাংলাদেশ আনসার প্রতিরক্ষা বাহিনীর (মহিলা দলগত ইভেন্টে) টেবিল টেনিস দলের সাথে হেরে যায় চাঁদপুর জেলা দল।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার দল : কোচ শেখ তারেক আহমেদ (নুপুর)। উন্মুক্ত বালিকা দল : নূরজাহান আক্তার (মিলা) ও মিলি আক্তার। অনূর্ধ্ব-১৭ (বালক) শাহরিয়ার ও অনব। উন্মুক্ত বালক নূরুল হায়দার সংগ্রাম, মাহতাব হোসেন রাসেল, সালাউদ্দিন রাসেল ও সজীব হোসেন শেখ।