বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০

ইসলামী আন্দোলন বাকিলা ইউনিয়ন কমিটি গঠন
কামরুজ্জামান টুটুল ॥

‘নেতা নয়, নীতির পরিবর্তন চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। মহিলা ইউনিট কমিটিসহ ৩৯ সদস্য বিশিষ্টি ২০২৩-২০২৪ সালের তথা দ্বি-বার্ষিক মেয়াদে উক্ত কমিটিতে সভাপতি পদে শপথ গ্রহণে অংশ নেন মাওলানা মাহবুবুর রহমান, সহ-সভাপতি পদে হুমায়ুন বেপারী ও হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে মাওলানা শারাফাত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে ফখরুদ্দিন।

বাকিলা বাজারের দলীয় কার্যালয়ে ২২ জুলাই শনিবার বিকেলে অনুষ্ঠিত শপথগ্রহণ ও পরিচিত সভা অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকিলা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন মিজি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার সভাপতি প্রিন্সিপাল এমএ মতিন মজুমদার, সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত প্রধানীয়া, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক কামাল গাজী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মাহবুব এলাহী, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়