প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০
মোসাম্মদ হোসনেয়ারা (হাসি), পিতা আলহাজ্ব জালাল উদ্দিন আহমদ প্রধান, গ্রাম : ধনপর্দ্দী, ৬নং ওয়ার্ড, ১নং বিষ্ণুপুর ইউনিয়ন। তার শ্বশুর মৌলভী আবদুল কাদির প্রধান নিজ বাড়ির মসজিদ এবং উত্তর বিষ্ণুপুর প্রাইমারী স্কুলের মাঠে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজে ইমাম হিসেবে নামাজ পড়াতেন। মোসাম্মদ হোসনেয়ারা হাসির দুই ছেলের মধ্যে ডাঃ সাইফুর রহমান (মাসুদ রানা) লন্ডনে রয়েল মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত। তার বড় ছেলে ড. আনিছুর রহমান (পিএইচডি) অস্ট্রেলিয়ার একটি ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে কর্মরত। ড. আনিছুর রহমান গত ২২ জুন সকাল সাড়ে ৮টার সময় পবিত্র হজে¦র উদ্দেশ্যে সৌদি আরব যান। সে তার মা ও স্ত্রীকে নিয়ে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে ‘আল্লাহর মেহমান’ হিসেবে সৌদির মক্কা ও মদিনায় অবস্থান করছেন। মহান আল্লাহ যেন তাদের পবিত্র হজ্ব কবুল ও মঞ্জুর করেন এবং সুস্থ শরীরে বাড়ি ফিরে আসেন সেজন্যে এলাকাবাসী ও স্বজনদের কাছে দোয়া প্রার্থনা করছেন।