প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার ৫ গরীব শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মাদ্রাসার সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পপতি সৈয়দ আহম্মেদ পাটোয়ারী উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সাইকেলগুলো তুলে দেন।
এ সময় মাদরাসার অধ্যক্ষ মাওঃ ফখরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল্লাহ পাটওয়ারীরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে পায়ে হেঁটে শিক্ষার্থীরা মাদ্রাসায় পড়ালেখার জন্যে আসতো। গরীব শিক্ষার্থীদের বাছাই করে তাদের কষ্ট লাঘবে মাদ্রাসা সভাপতি এই বাইসাইকেলগুলো দিয়েছেন বলে জানা যায়।